ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘কোট কাচারিতে বিচার শুনি,
জন্ম আমার বনে।
সবাই আমার পেটে বসে,
কষ্ট পাই না মনে।’
২. ‘কথা যদি বলি আমি,
তোমরা মনে রাখো।
কথার উল্টা পড়লে
তোমরা পাবে থাক।’
৩. ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।’
৪. ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।
গতকালের ধাঁধাগুলোর উত্তর ও আজকের জন্য চারটি ধাঁধা:
১. ‘তিন বর্ণে নাম তার
পকেটেতে রয়,
পেট কাটলে সে যে
আইন হয়ে যায়।’
উত্তর: রুমাল
২. ‘তিন বর্ণে নাম তার
থাকে নারীর সাথে,
পেট কাটলে মিষ্টি ফল
হয় সাথে সাথে।’
উত্তর: আলতা
৩. ‘তিন বর্ণে নাম তার
সব লোকে খায়,
মাঝের বর্ণ ছেড়ে দিলে
ঘরে চলে যায়।’
উত্তর: বাতাসা
৪. ‘তিন বর্ণে নাম তার
খেলার মাঠে পাবে,
প্রথমটা ছেড়ে দিলে
দেশের নাম হবে।’
উত্তর: শচীন