Logo
Logo
×

একদিন প্রতিদিন

১০ মে: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১১:৪৯ পিএম

১০ মে: হাসতে নেই মানা

* জোকস-১

বাড়িতে রোবট কিনে আনলেন কর্তা বাবু। রোবটের কাজ হলো যে মিথ্যা বলবে তার গালে চড় মারা।

ছেলে অনেক রাত করে বাড়ি ফিরেছে-

বাবাঃ এতো রাতে কোথায় ছিলে?
ছেলেঃ বন্ধুর বাড়ি।

রোবট এসে ছেলেকে কষে দিলো চড়।

চড় খেয়ে ছেলে সত্য বললো, সে পাশের দোকানে সিগারেট খেতে গিয়েছে।

বাবা রেগে বললো, তোর এতো বড় সাহস এই বয়সে সিগারেট খাস? তোর বয়সে আমি সিগারেট হাত দিয়ে ধরেনি কখনো।

এবার রবোট এসে বাবাকে দিলো চড়।

ছেলের সামনে বাবাকে চড় খেতে দেখে মা এসে বললো, বাদ দাও তো, তোমারি তো ছেলে।

এবার রবোট এসে মাকে কষে একটা দিলো।

এটা দেখে বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলো...


* জোকস-২

ছেলে : বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?
বাবা : পারি। কি লিখতে হবে?
ছেলে : বেশি কিছু না বাবা। শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে।


* জোকস-৩

দাদা : তার নাতীকে বলছে, যা পালা তাড়াতাড়ি তুই আজকে স্কুলে যাস নাই তাই তোর
টিচার বাড়িতে আসছে।

নাতী : আমি পালাবো না, তুমি বরং পালাও কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছে তাই স্কুলে যাইনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম