১৯ জানুয়ারি: দেশে দেশে উদযাপিত দিবসসমূহ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৬ এএম

আজ ১৯ জানুয়ারি ত্রিপুরায় পালিত হচ্ছে ককবরক দিবস
আজ ১৯ জানুয়ারি ২০১৯। আজ জাতীয় শিক্ষক দিবস। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে তাদের নিজস্ব সংস্কৃতি ককবরক দিবস পালিত হচ্ছে।
জাতীয় শিক্ষক দিবস (বাংলাদেশ):
আজ বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। ২০০৩ সালে ১৯ জানুয়ারি বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে তৎকালীন সরকার এ দিবসটি চালু করে।
শিক্ষকরা ভালো আছেন তো? এই দিনটি ঘিরে এমন প্রশ্ন ঘুরেফিরে আসে।
যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পূর্ণ। আর এই জাতি গঠনে মূল কাজটি করেন আমাদের শিক্ষকরা।
কোকবরক দিবস (ত্রিপুরা):
ভারতের ত্রিপুরায় পালিত হচ্ছে তাদের ককবরক দিবস বা বরক দিবস। ১৯ জানুয়ারিতে ত্রিপুরাবাসীরা তাদের নিজস্ব ভাষা ককবরক এর উন্নয়ন লক্ষ্যে এ দিবস পালিত হয়।
কক এর অর্থ ভাষা এবং বরক এর অর্থ মানুষ অর্থাৎ ককবোরক মানে মানুষের ভাষা।
ককবরক ত্রিপুরার আদিবাসী ভাষা। হাজার বছর ধরে ত্রিপুরা এর আদিবাসী সম্প্রদায় এ ভাষায় কথা বলে আসছে।
ককবোরক ভাষা ত্রিপুরার একটি সরকারী ভাষা। ১৯৭৯ সালের এই দিনে ত্রিপুরার ককবরক ভাষাটি একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে প্রাথমিক স্বীকৃতি হিসেবে মনোনীত করা হয়।
আজ নানান সাংস্কৃতিক কর্মসূচী এবং সাহিত্যিক কর্মকান্ডের মাধ্যমে ত্রিপুরা রাজ্য অধিবাসীরা তাদের ককবরক দিবস পালন করছে।