Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:৫৬ পিএম

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। রোববার (২ মার্চ) ফরাসি দৈনিক সংবাদপত্র লে ফিগারোকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ম্যাক্রোঁ জানান, এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে।

ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। সেখানে যোগ দেন ম্যাক্রোঁ। সে সময় ফ্রান্স ও ব্রিটেনের এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাবের কথা সাক্ষাৎকারে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ত বৈঠকের দুই দিন পর লন্ডনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 ট্রাম্পের সাথে ওই বৈঠকের পর বিশ্ব নেতারা ইউক্রেনীয় নেতার প্রতি দৃঢ় সমর্থন জানান।

ম্যাক্রোঁ আরও বলেন, ফ্রান্স-ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থলসেনা ইউক্রেনে মোতায়েন করা হবে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের মাটিতে কোনও ইউরোপীয় সেনা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁ বলেন, এখন প্রশ্ন হলো আমরা এই সময়টাকে যুদ্ধবিরতি অর্জনের জন্য কিভাবে কাজে লাগাব। কারণ এ নিয়ে আলোচনা করতেই কয়েক সপ্তাহ সময় লাগবে। তারপর, শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সেনা মোতায়েন করা হবে।

 সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, তার দেশ এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যয় করতে হবে। প্রতিরক্ষা ব্যয়ের অর্থায়নে ইউরোপীয় কমিশনের আরও উদ্ভাবনী হওয়া দরকার বলেও জানান ম্যাক্রোঁ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম