Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে নরওয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে নরওয়ে

ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য নরওয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী টোর স্যান্ডভিক।

এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবাক বাংকার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। 

হাল্টবাক বাংকার্স নামে নরওয়ের একটি সংস্থা মার্কিন সেনাকে বছরে ৩০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে।  ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের পর ফেসবুকে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘আজ বিশ্বের সবচেয়ে জঘন্য একটা শো হল। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখলাম। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা কুর্নিশ জানাই, এতক্ষণ বসে বসে অসভ্যতা সহ্য করার জন্য। এসব আমাদের ক্লান্ত করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবিলম্বে আমেরিকাকে তেল সরবরাহ বন্ধ করব। যতক্ষণ না ট্রাম্প জমানার পতন ঘটছে, ততক্ষণ একফোঁটা তেলও দেব না। এমনকি এখন থেকে মার্কিন জাহাজ নরওয়ের তীরে ভিড়তেও পারবে না।’

কোম্পানিটির মালিক গুনার গ্রান নরওয়ের সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, আমেরিকানদের এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার রয়েছে। 

তিনি আরও বলেন, পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করেছিলাম। এতে আমাদের প্রতিযোগিরা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমাদের নৈতিক অবস্থান অটুট রয়েছে। এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্যও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। 

হাল্টবাক বাংকার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

হাল্টবাক বাংকার্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করে  নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোর স্যান্ডভিক এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা নরওয়েতে মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশের প্রতিবেদন দেখেছি। এটি নরওয়েজিয়ান সরকারের নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। ’

তিনি বলেন, ‘আমেরিকান বাহিনী নরওয়ে থেকে তাদের প্রয়োজনীয় সরবরাহ এবং সহায়তা পাবে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম