Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি বিবাদের ‘জয়ী’ পুতিন: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

ট্রাম্প-জেলেনস্কি বিবাদের ‘জয়ী’ পুতিন: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে হোয়াইট হাউসে হওয়া উত্তপ্ত বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্স স্টাব। তার মতে, এই বিবাদে ‘একজনই জয়ী’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বিবিসির এক সাক্ষাৎকারে স্টাব বলেন, ‘আমার মনে হয়, দিনের শেষে এই বিনিময়ের একজনই জয়ী, এবং তিনি হলেন ভ্লাদিমির পুতিন।’

তিনি আরও বলেন, ‘যে আলোচনাগুলো আমি গত ৭২ ঘণ্টায় করেছি, সেগুলো মূলত এই বিষয়ে ছিল—চলুন এগিয়ে যাই, আবার পথ দেখার চেষ্টা করি, আর দেখুন কেমন করে কূটনীতি কাজ করতে পারে।’ 

স্টাবের মতে, আন্তর্জাতিক নেতারা ইতোমধ্যেই সেই উত্তপ্ত পরিস্থিতির পর একটি আরো গঠনমূলক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

স্টাব আশা প্রকাশ করেছেন, লন্ডনে আসন্ন বৈঠকটি নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ন্যাটোতে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন, যা তিনি ‘আরও লেনদেনমূলক’ বলে বর্ণনা করেছেন।  

তবে তিনি নিশ্চিত করেছেন ন্যাটো এখনো শক্তিশালী এবং ‘এটি এখনও জীবিত এবং চলমান’।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ইউরোপের নেতৃত্ব নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশংসা করেন। স্টাব বলেন, ‘তারা এখন ইউরোপে যে ধরনের নেতৃত্ব দেখাচ্ছে, তা আমাদের এখনই প্রয়োজন।’ স্টাবের ভাষ্য, তাদের আগ্রহ এবং ভূমিকা ভবিষ্যতের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া, তিনি বলেন, ‘কূটনীতির বিভিন্ন আঙ্গিকে এগিয়ে যাওয়ার গুরুত্ব রয়েছে।  আসুন দেখি এটি কেমন দেখায়, এবং কে এতে যোগ দিতে পারে।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম