Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে যা বললেন আইআরজিসি কমান্ডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:২৬ পিএম

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে যা বললেন আইআরজিসি কমান্ডার

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি অপমানজনক আচরণের নিন্দা জানিয়েছেন।  তিনি বলেন, এটি প্রমাণ করে, এমন একটি বিদেশি শক্তির ওপর নির্ভরতা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যায়, যা একেবারে অনির্ভরযোগ্য হয়ে পড়ে। 

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাংসিরি বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল হয়, তার পরিণতি জানা থাকে। ইউক্রেনের পরিস্থিতি তার উদাহরণ।  

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইরাকে কোনো প্রকৃত উন্নয়ন আনতে পারেনি এবং সেখানে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা সকলের জানা। 

তিনি বলেন, যদি ট্রাম্প ইউক্রেনের মতো একটি অর্ধ-ইউরোপীয় দেশ সম্পর্কে এমন মনোভাব পোষণ করেন, তাহলে মুসলিম দেশগুলোর প্রতি তার মনোভাব কেমন হবে, তা অনুমান করাটা খুব সহজ। 

এছাড়া তাংসিরি আরও মন্তব্য করেন, ইরানকে তার অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে নিজেকে স্বনির্ভর করতে হবে এবং বিদেশি শক্তির ওপর নির্ভরতা পরিহার করতে হবে। 

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক

জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকটি গত শুক্রবার উত্তপ্ত তর্ক-বিতর্কের মধ্যে শেষ হয়।  প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্টকে অভিযোগ করেন, ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেনি মার্কিন সাহায্যের জন্য। 

বৈঠকটি এমন একটি পর্যায়ে পৌঁছায়, যখন জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করতে বাধ্য হন। পরে, ট্রাম্প তার নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যদি জেলেনস্কি মার্কিন সম্পৃক্ততায় শান্তির জন্য প্রস্তুত না হন, তবে সেটা স্পষ্ট হওয়া উচিত।

এই উত্তপ্ত বৈঠকটি ইউক্রেনের জন্য মার্কিন সমর্থনের ভবিষ্যত সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে এবং বিশ্বের নজর এখন আরও কঠোরভাবে এই পরিস্থিতির দিকে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম