Logo
Logo
×

ইউরোপ

নরওয়েতে বিশ্বের বৃহত্তম ভাসমান বায়ু পার্ক 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১১:৩৭ পিএম

নরওয়েতে বিশ্বের বৃহত্তম ভাসমান বায়ু পার্ক 

ফাইল ছবি

নরওয়েতে উদ্বোধন করা হয়েছে হাইউইন্ড ট্যাম্পের্ন নামের বিশ্বের বৃহত্তম বায়ু পার্ক। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরির এক অভাবনীয় প্রকল্প। 

বুধবার নরওয়ের ক্রাউন প্রিন্স হাকন ও প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সমুদ্রতীর থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পর্যন্ত বিস্তৃত এই বায়ু পার্কের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় গত বছরের শেষের দিক থেকেই। এএফপি।

বৃহত্তম এই বায়ু পার্কে ব্যবহার করা হয়েছে ১১টি টারবাইন। প্রতিটি টারবাইন ৮.৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। নির্মাণ খরচ প্রতি ২৬০ থেকে ৩০০ মিটার (৮৫৩ থেকে ৯৮৪ ফুট) গভীরতায় প্রায় ৭.৪ বিলিয়ন ক্রোনার (৬৯১ মিলিয়ন ইউএস ডলার)।

প্রকল্পটির মালিকানায় রয়েছে নরওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল গ্র“প ইকুইনর ও পেটোরো, অস্ট্রিয়ার ওএমভি, নরওয়ের অধীন ইতালির এনি নামক ভারর এনার্জি, জার্মানির উইন্টারশাল ডিইএ, জাপানের ইনপেক্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম