Logo
Logo
×

ইউরোপ

চেচেন যোদ্ধা ডেলিমখানভের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৫:৪৮ এএম

চেচেন যোদ্ধা ডেলিমখানভের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ফাইল ছবি

চেচনিয়ার আধাসামরিক বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডাম ডেলিমখানভ।

তিনি চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত। ইউক্রেনে ডেলিমখানভ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।  তার মৃত্যুর বিষয়টি নিয়ে বুধবার ধোঁয়াশা তৈরি হয়। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

এদিকে রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।

ডেলিমখানভকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। এমনকি তিনি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম