বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। শহরে উপর থেকে বৃষ্টির মতো ফসফরাস ফেলা হচ্ছে, তা থেকে বাখমুতে আগুন জ্বলতে দেখা গেছে। ড্রোন থেকে নেওয়া ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর বিবিসির।
সাদা ফসফরাস অস্ত্র ব্যবহার নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় তাদের ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে ফসফরাস, যা নেভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও তা ব্যবহারের অভিযোগ রয়েছে।
রাশিয়া কৌশলগত কারণে কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে। পশ্চিমা কর্মকর্তাদের অনুমান ইউক্রেনে হামলায় মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে লিখেছে- রাশিয়া বাখমুতের অদখলকৃত এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা কখন হয়েছিল তা স্পষ্ট নয়।
ইউক্রেনের প্রকাশ করা ফুটেজে দেখা গেছে, উঁচু ভবনগুলোর চারপাশে আগুন জ্বলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা গেছে, মাটিতে আগুন জ্বলছে। রাতের আকাশ সাদা মেঘ দ্বারা আলোকিত হচ্ছে।
মোমের মতো একটি পদার্থ সাদা ফসফরাস। এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে। অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এটি উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করেছে, রাসায়নিকটি এর তীব্রতার জন্য খুব ক্ষতিকর। এটি অত্যন্ত আঠালো এবং অপসারণ করা কঠিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিলেন।
তখন অভিযোগ অস্বীকার করে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধে রাশিয়া কখনই আন্তর্জাতিক রীতি ভঙ্গ করেনি।