Logo
Logo
×

ইউরোপ

এ যুদ্ধ গণতন্ত্রের স্বাধীনতার বিষয়: বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

এ যুদ্ধ গণতন্ত্রের স্বাধীনতার বিষয়: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এ যুদ্ধ কেবল ইউক্রেনের স্বাধীনতার বিষয়ই নয়... এটি গণতন্ত্রের স্বাধীনতার বিষয়।’

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। 

স্থানীয় সময় সকাল ৮টার দিকে কিয়েভে পৌঁছান বাইডেন। সকাল সাড়ে ৮টার দিকে মারিনস্কি প্যালেসে পৌঁছলে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা তাকে স্বাগত জানান। এর আগে ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক তাকে অভ্যর্থনা জানান।

বাইডেন ও জেলেনস্কি দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনায় বসেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইউক্রেন সফরের কারণ তুলে ধরেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ কথা- যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়ে কোনো কিছুতেই কোনো সন্দেহ নেই।  ইউক্রেনীয় জনগণ এমনভাবে এগিয়েছেন; যা অতীতে খুব কমই হয়েছে।’

ইউক্রেনীয়দের জন্য ওয়াশিংটনের প্রসারিত ও দ্বিদলীয় সমর্থন রয়েছে দাবি করে বাইডেন বলেন, কিছু রিপাবলিকান অধিক সহায়তা দানে বাধা সৃষ্টি করছে। 

তিনি আরও বলেন, কংগ্রেসে কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে ইউক্রেনের সমর্থনের বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে। 

ইউক্রেন সফর করার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। জেলেনস্কির সন্তানরা কেমন আছেন তার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে উদ্দেশ করে বাইডেন আরও বলেন, ‘আপনাকে দেখে বিস্মিত।’

কিয়েভ সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে বাইডেন বলেন, ‘এ শহরে তার অষ্টম সফর।  প্রতিবার সফর আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম