Logo
Logo
×

জাতীয়

বাড়তি দামে ব্রয়লার বিক্রির কারণ জানাতে ৪ প্রতিষ্ঠানকে তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৬:০১ পিএম

বাড়তি দামে ব্রয়লার বিক্রির কারণ জানাতে ৪ প্রতিষ্ঠানকে তলব

অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির কারণ জানাতে ৪টি প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো- কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদের ভোক্তা অধিকার অধিদপ্তরে ডাকা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। তারা বলেছেন, প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ ১৩০ থেকে ১৪০ টাকা; কিন্তু লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী? সেটাই জানার জন্য তাদের ডাকা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম