Logo
Logo
×

টালিউড

স্ত্রীর বিরুদ্ধে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করার অভিযোগ অভিনেতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:৩৩ পিএম

স্ত্রীর বিরুদ্ধে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করার অভিযোগ অভিনেতার

টালিউড অভিনেতা ঋষি কৌশিক কয়েকদিন ধরেই স্ত্রী দেবযানীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন। এবার তুলেছেন স্ত্রীর বিরুদ্ধে ধূমপান, মদ্যপান ও গভীর রাতে ছেলে বন্ধুদের সঙ্গে পার্টিসহ নানাবিধ অভিযোগ।

বিয়ের এক যুগ পাড় করেছেন ঋষি-দেবযানী। লম্বা এ সময় পর ঘর ভাঙার আলামত পাওয়া যাচ্ছে। যা সামাজিক মাধ্যমে তুলে ধরছেন ঋষি নিজেই। এরইমধ্যে এক ভিডিও প্রকাশ করেছেন।  খবর আনন্দবাজার অনলাইনের।

সেখানে কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।’

ঋষি জানান, মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর সর্ব ক্ষণ খবরদারি করেন, কিন্তু খোঁজখবর নেন না। ঋষি আরও বলেন, ‘ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী!’

ঋষি আরও জানিয়েছেন, এই ১২ বছরে ছেলেটি অনেক চেষ্টা করেছে। সংসার গুছিয়ে রাখতে অক্লান্ত শ্রম দিয়েছে। কিন্তু সহযোগিতা করেনি মেয়েটি। উলটো ছেলেটির যা অপছন্দ সে বারবার সেসব করে এসেছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম