
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম
জায়েদের সদস্য পদ বাতিল নিয়ে নীরবতা ভাঙলেন নিপুণ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:৪০ পিএম

আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবারো একই পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবার তাদের পরিষদের পুরোনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে। তরুণ ও নতুন শিল্পীদের নিয়েই এবার মাঠে আসবেন তারা।
জায়েদ খানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়।’
রোববার বিকালে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- আদম বাই হক ফ্যাশনের সাল আহাম্মেদ হৃদয়, স্থানীয় শোরুমের মালিক মানিক প্রমুখ। এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন নিপুণ।