কঙ্গনাকে চড়: জওয়ানদের ফেসবুক-ইনস্টাগ্রামে নজরদারি সিআইএসএফের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:৫১ পিএম
কঙ্গনাকে চড় মারার পরিণামে জওয়ানদের সামাজিকমাধ্যমের ওপর নজরদারি চালাচ্ছে সিআইএসএফ। এমনটিই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর মহল। গতকাল বৃহস্পতিবার লোকসভায় তিনি এ তথ্য জানান।
বেশ কিছু দিন আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও মান্ডি কেন্দ্র থেকে বিজয়ী হওয়া বিজেপির এমপি লোকসভায় প্রশ্ন তুলেছিলেন যে, তাকে গত ৬ জুন চণ্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর সিং যে চড় মেরেছিল সেটার প্রতিবাদে কী করা হচ্ছে? এর জবাবে এদিন সিভিল অ্যাভিয়েশনের কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর মহল বলেন, সিআইএসএফের তরফে বর্তমানে তাদের জওয়ানদের ওপর নজরদারি চালানো হচ্ছে।
মূলত যারা বিমানবন্দরে পোস্টেড রয়েছেন, তারা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন, কী ফলো করছেন, সেখানকার কোনো কিছুর নেতিবাচক জিনিস তাদের ওপর প্রভাব ফেলছে কিনা— এসব দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী এ তথ্য জানান। সিআইএসএফ জওয়ানরা যাতে প্রোফেশনাল ব্যবহার বজায় রাখেন, ঠিকমতো নিজেদের কাজ করেন এবং তার জন্য তাদের সোশ্যাল মিডিয়া কাজকর্মের ওপর নজর রাখা হচ্ছে ইউনিট, জোন ও সেক্টর লেভেলে।
জানা গেছে, সিআইএসএফের তরফে মেন্টর এবং বাডি পেয়ার সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ইউনিটে। আর এটির সাহায্যেই দেখা হবে যে প্রতিটি সিআইএসএফ জওয়ানের মানসিক অবস্থা কেমন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারা।
এ ছাড়া সিআইএসএফ জওয়ানদের জন্য পার্সোনাল ইনফরমেশন সিস্টেম তৈরি করা হয়েছে— এটি একটি ওয়েবভিত্তিক প্রজেক্ট। এটির মাধ্যমে সুপারভাইসররা সিআইএসএফ জওয়ানদের ব্যক্তিগত এবং কর্মজীবনের প্রোফাইলকে মেন্টেন করবেন ও নজরদারি চালাবেন।
কুলবিন্দরের কাছে চড় খাওয়ার পর কঙ্গনা প্রশ্ন তুলেছিলেন যে, সিআইএসএফ জওয়ানদের আচরণ মনিটর করার জন্য কী করা হচ্ছে? তখনই এ কথা কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়।