Logo
Logo
×

বলিউড

দীপিকার সঙ্গে প্রেমের আসল সত্য কেউ জানে না: দাবি রণবীরের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৪:১৪ পিএম

দীপিকার সঙ্গে প্রেমের আসল সত্য কেউ জানে না: দাবি রণবীরের

বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছেন, প্রেমিক হিসেবে দীপিকা পাড়ুকোন খুবই বিশ্বস্ত ছিলেন। নিউইয়র্কে গিয়ে টানা তিন বছর কোনো সম্পর্কে জড়াননি তিনি। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ কথাই বলেন এ অভিনেতা। তিনি আরও বলেন, মানুষ পুরো সত্যিটা এখনো জানেন না। শুধু তাকেই সবাই প্রতারক ভেবে এসেছেন।

সম্পর্ক নিয়ে রণবীর বলেন, ক্যারিয়ারের গোড়ার দিকে সবাই আমাকে ‘খেলুড়ে’ ভাবতেন; যিনি শুধুই অভিনেত্রীদের সঙ্গে প্রেম করে বেড়ান। তা হলে একটা গল্প বলি— আমি তিন বছর ৯ মাসের জন্য নিউইয়র্কে ছিলাম। ওই সময়ে আমি কারও সঙ্গে প্রেম করিনি। তার আগে স্কুলে আমার এক প্রেমিকা ছিল। কিন্তু নিউইয়র্কে চলে আসার পর আমি ঠিক করি— আর প্রেম নয়। এবার কাজে মন দেব।

এ অভিনেতা বলেন, হ্যাঁ, এটা ঠিক, আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি। কিন্তু সেটাই আমার পরিচয় হয়ে গেছে। তিনি বলেন, আমাকে ঠগবাজ ও প্রতারকের তকমা দেওয়া হয়েছে । এখনো বলা হয়। কিন্তু এসব নিয়ে আমি ভাবি না। কারণ সম্পূর্ণ সত্য মানুষ আজও জানে না। 

রণবীর বলেন, আমি অন্য কারও মতো এসব নিয়ে কথাও বলি না। কারণ এসব ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। যদি এসব নিয়ে কেউ আনন্দ পান, তা হলেও আমার কিছু বলার নেই।

বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন। এর মধ্যে এ দম্পতি এক সন্তানের বাবা-মা হয়েছেন। কিন্তু এক সময় তার প্রেম ও সম্পর্ক ছিল বি-টাউনের অন্যতম আলোচনার বিষয়। বিশেষ করে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভাঙার পর ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন এ অভিনেতা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম