Logo
Logo
×

বলিউড

তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ!

বলিউড অভিনেতা আরবাজ খান গত বছর ২৪ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করেন। সবে এক মাস হয়েছে বিয়ে করেছেন অভিনেতা। পাত্রী রূপটান শিল্পী সুরা খান। এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। যদিও সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। তার পর প্রেম আসে আরবাজের জীবনে তবে নিজের থেকে বেশ অনেকটাই ছোট সুরাকে মনে ধরে অভিনেতার। বিয়ের পর সব সময় জুটিতেই দেখা গিয়েছে তাদের। ছবি শিকারিদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজের ভালোবাসার প্রকাশ পেয়েছে বেশ কয়েকবার। এবার আরবাজের মুখে তৃতীয় বিয়ের কথা! তবে কি ফের বিয়ে ভাঙছে অভিনেতার?

সবে এক মাস হয়েছে বিয়ে হয়েছে আরবাজের। এর মাঝেই তৃতীয় বিয়ে! বিচ্ছেদের সুর খান পরিবারে! নিজেই জল্পনা উস্কে দিয়েছেন আরবাজ। রোববার ছিল ‘বিগ বস্ ১৭’-এর ফিনালে। সেখানেই সলমনকে সঙ্গ দিতে ক্ষণিকের জন্য আসেন দুই ভাই সোহেল খান ও আরবাজ। মঞ্চে উপস্থিত কৌতুকশিল্পী ভারতী সিংহ। সুযোগ বুঝে আরবাজের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টানেন ভারতী। আরবাজকে প্রশ্ন করে বসেন, তাকে কেন বিয়েতে নিমন্ত্রণ করা হলো না? আরবাজ হাসতে হাসতে জানিয়ে দিলেন, তৃতীয় বিয়েতে তিনি নিঃসন্দেহে ডাকবেন। আরবাজের এই মজার উত্তর শুনেই থ ভারতী! হতভম্ব দর্শক। সঙ্গে সঙ্গে আরবাজ বলেন, ‘অন্য কারও যখন বিয়ে হবে তখন ডাকব।’ পাশাপাশি ভাইয়ের বিয়ে প্রসঙ্গে ফোড়ন কেটে সালমান বললেন, ‘আমার কথা শোনে না এরা, শুনলে কি আর…’।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম