Logo
Logo
×

বলিউড

কারিশমার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন রাভিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

কারিশমার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন রাভিনা

বলিউড তারকা কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডন। ৯০-এর দশকে কারিশমার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন রাভিনা।

ইউটিউব চ্যানেল লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাতকারে রাভিনা বলেন, ‘আমি সবসময়ই সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী কারণ তাতেই আপনার মধ্যে থেকে সেরা জিনিসটা বেরিয়ে আসে। তবে আমি হিংসুটে নই, কেউ বলতে পারবেন না রাভিনা আমাকে কোনো প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছেন বা রাভিনা কোনো নবাগতের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছেন। আমি কখনো এ ধরনের রাজনীতি বা দলবাজি করিনি। তবে অনেকেই আমার বিরুদ্ধে নির্লজ্জভাবে রাজনীতি করেছেন। ডেভিড ধাওয়ান ও গোবিন্দের সঙ্গে আমার ‘সাজন চলে শ্বশুরাল’ করার কথা ছিল। তবে আমাকে সেই ছবি থেকে সরিয়ে দেওয়া হয়।  এটা আমি পরে শুনেছি। আমি বিজয়পথ ছবিতেও সই করেছিলাম, ওই ছবি থেকেও আমাকে সরিয়ে দেওয়া হয়।’

১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত ‘সাজন চলে শ্বশুরাল’ ছবিতে অভিনয় করেছিলেন কারিশমা ও গোবিন্দ। ছবিটি ছিল সুপার হিট। সে বছর বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল এটি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘বিজয়পথ’ ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও টাবু।

রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’-তে একসঙ্গে অভিনয় করেন কারিশমা ও রাভিনা। তবে ছবির শুটিং সেটে তারা একসঙ্গে থাকতেন না। এ বিষয়ে রাভিনা বলেন, ‘দেখুন, আপনি সবার সঙ্গে মিশতে পারেন না, তাই না? তবে আজ, আমি খুশি। সেসময় কারিশ্মা ও আমার বয়স খুব কম ছিল। তাই হয়ত সেই সময়ে আমাদের মধ্যে সামান্য জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু আজ, আমাদের ছেলেমেয়েরা, আমরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই আড্ডা দিই। সুতরাং, আমি মনে করি মানুষ সময়ের সঙ্গে বড় হয়।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম