Logo
Logo
×

রাজধানী

অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪২ পিএম

অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা

ফাইল ছবি

অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা হয়েছে। এ দুই মামলায়  তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।

মঙ্গলবার রাতে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।

এর আগে এই অভিনেতাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে।

পুলিশ মামলা অভিনেতা সিদ্দিকুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম