|
ফলো করুন |
|
|---|---|
নাটক দিয়ে পরিচিতি পেলেও এখন এ মাধ্যমে খুব একটা অভিনয় করেন না অর্চিতা স্পর্শিয়া। সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। তবে সিনেমা নিয়েও যে তার খুব ব্যস্ততা তেমনও নয়। তবে কি করছেন?
তিনি কাজের মধ্যেই রয়েছেন, তবে তুলনামূলক কম কাজ করেন। কারণ, যথেষ্ঠ যাছাই বাছাই করেই তিনি কোনো কাজে যুক্ত হন। সেটি নাটক বা সিনেমা যাই হোক। তবে ইচ্ছে করেই তিনি নাটকে অভিনয় একটু কমিয়ে দিয়েছে। ভালো গল্প চরিত্র ও নির্মাতা পেলে তবেই কাজটিতে আগ্রহ দেখান। তাই বর্তমানে যে’কটি নাটক করছেন সেগুলোই প্রশংসিত হচ্ছে। স্ক্রিপ্ট বাছাইয়ে বেশ দক্ষতা প্রমাণ হচ্ছে স্পর্শিয়ার।
সম্প্রতি ‘পায়েল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। যেখানে জরি নামের একটি চরিত্রে তাকে দেখা গেছে। নির্মাতা সাইফুল হাফিজ খান পরিচালিত এটি এক ভিন্ন ধারার গল্পে আবদ্ধ, যেখানে জীবনের বাস্তবতা, প্রেম এবং সংগ্রামের ছবি অঙ্কিত হয়েছে। এর গল্প ও নির্মাণশৈলী চমকপ্রদ হওয়াতে দর্শকের কাছে এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এটি। গল্পের পাশাপাশি জরি চরিত্রটি এতটাই দর্শক হৃদয়গ্রাহী হয়েছে যে প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী।
চরিত্রটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘জরি চরিত্রে অভিনয় করে আমি বুঝতে পেরেছি যে, শুধু প্রেম নয়, জীবনের নানা জায়গায় আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং আত্মমর্যাদার লড়াইও থাকে। আমি চেষ্টা করেছি এই চরিত্রে আরও বাস্তবিকতা এনে দর্শকের সামনে তুলে ধরতে।’ নাটকটির শুটিং হয়েছে জামালপুরে, যেখানে নাটকের জন্য প্রয়োজনীয় প্রকৃত পরিবেশ ও দৃশ্যপট পাওয়া গেছে। গল্পের কেন্দ বিন্দুতে ‘কুতুব’ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। যিনি একদিকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এবং অন্যদিকে তার ভালোবাসা ‘জরি’ চরিত্রে অভিনয় করা অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভুগছেন।
