
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ এএম
গায়ের রং নিয়ে কটাক্ষ, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ এএম

আরও পড়ুন
টালিউড অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী একটা সময় নানান সমালোচনায় জর্জরিত ছিলেন। তাকে মাঝেমধ্যেই তার শরীরের রঙ নিয়ে কটু কথা শুনতে হয়। যদিও নায়িকাদের শরীরের রঙ নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের সমালোচনায় পড়তে হয়। আর এসব নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা-সমালোচনাও হয়ে থাকে। এবার শরীরের রঙ নিয়ে কথা বললেন মডেল ও অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।
একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমার গায়ের রঙ নিয়ে অনেক মানুষ খোঁচা দিয়ে কথা বলেছেন। এটা নিয়ে আমি কোনো দিন গায়ে মাখিনি। কারণ শরীরের রঙ তো আমার হাতে নেই।
শিঞ্জিনী চক্রবর্তী বলেন, আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা দিয়েছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হতো। প্রথম দিনই জানিয়েছিলাম— আমার শরীরের যা রঙ সেটি রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’, তাতেই বেশি সুন্দরী। শরীরের রঙ নিয়ে তাই গর্ব করি।
তিনি বলেন, নিজের শরীর, নিজের গায়ের রঙ, যা নিয়ে তিনি জন্মেছেন, সেটি নিয়েই ভীষণ খুশি। আমি নিজেকে খুব ভালোবাসি।
শিঞ্জিনী চক্রবর্তী বলেন, আমি নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।