
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ এএম
সিনেমা নিয়ে ব্যস্ত নায়িকারা

রিয়েল তন্ময়
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমা নানা সংকটের মধ্য দিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। প্রতি বছর অর্ধশতাধিক নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। বাণিজ্যিক ঘরানার সিনেমাগুলো খুব একটা ব্যবসা করতে না পারলেও নির্মাণ প্রক্রিয়া যে চলমান, তাতেই তৃপ্তির ঢেঁকুর তুলছেন সংশ্লিষ্টরা।
এদিকে বেশ কয়েক বছর ধরেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে কলকাতার নায়িকাদের ভিড় একটু বেশি। ঈদের মতো বড় উৎসবেও এসব অভিনেত্রীর উপস্থিতি মেলে। তাহলে কি আমাদের দেশে নায়িকা সংকট? এ কথা অবশ্য মানতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা।
প্রযোজক-পরিচালকরা বলছেন, নায়িকা আছেন অনেক, তবে দর্শকের কাছে গ্রহণযোগ্য নায়িকার সংকট রয়েছে। যার ফলে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেছে, সিনেমার ব্যবসায় নেমেছে ধস, বন্ধ হচ্ছে প্রেক্ষাগৃহ।
বর্তমানে নামসর্বস্ব অনেক নায়িকাই আছেন, দর্শক চাহিদা একেবারেই নেই তাদের। এছাড়া ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত নায়িকাদের অনেকেই নিজেদের ইমেজ হারিয়ে ফেলেছেন। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকরা বিরক্ত হন। তবে এসবের মধ্য দিয়েও, বিতর্কিতদের পাশ কাটিয়ে বর্তমানে গুটি কয়েক নায়িকা সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন। এটাকেও আশা জাগানিয়া বিষয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
নায়িকাদের সিনেমা নিয়ে ব্যস্ত হওয়ার বিষয়টি ইন্ডাস্ট্রির জন্যও শুভলক্ষণ বলেই মনে করছেন তারা। এ সময়ে কলকাতার নায়িকাদের ঢাকাই সিনেমার প্রতি যেমন ঝোঁক বেড়েছে, তেমনই ঢাকাই সিনেমার নায়িকারাও নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া। কাজের তালিকা লম্বা করার পাশাপাশি চাইছেন ব্যস্ততাও বাড়াতে।
তাদের মধ্যে রয়েছেন- জয়া আহসান, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, পূজা চেরী, নুসরাত ফারিয়া। এছাড়া টিভি নাটক থেকে উঠে এসে সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন এমন অভিনেত্রীর সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের মধ্যে রয়েছেন- মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি, সাদিয়া আয়মান প্রমুখ।
জয়া আহসান : ঢাকা ও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমানতালে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই ইন্ডাস্ট্রিতেই তার জনপ্রিয়তা রয়েছে। সিনেমার বাইরে সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটিতে। গত ঈদে ‘জিম্মি’ নামের একটি সিরিজ দিয়ে শুরু করেন ওটিটি যাত্রা। এখানেও পেয়েছেন সাফল্যের স্বাদ।
এছাড়া গত বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর দুটি সিনেমা, ‘পেয়ারার সুভাস’ ও ‘নকশী কাঁথার জমিন’। সিনেমা দুটো ব্যবসায়িকভাবে সফল না হলেও অভিনয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এছাড়া নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছে।
এদিকে বাংলাদেশ ও ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর একাধিক সিনেমা। এগুলোর মধ্যে রয়েছে ‘ডিয়ার মা’, ‘কালান্তর’, ‘ওসিডি’।
শবনম বুবলী : বর্তমানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সিনেমা নিয়ে তার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। প্রতিবছরের মতো গত রোজার ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জংলি’ নামে একটি সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদের সঙ্গে। এছাড়া ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ‘ছায়া’ নামে একটি সিনেমা। দুটি সিনেমাতেই অভিনয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বুবলী।
এ অভিনেত্রীর একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে ‘চাদর’, ‘ফুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’ ইত্যাদি।
নিজের অভিনীত সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই নায়িকা বলেন, প্রত্যেকটি সিনেমার গল্প এক কথায় অসাধারণ। গল্পে এতো বৈচিত্র্য পেয়েছি যে চরিত্রগুলো ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। দর্শক যেন সিনেমায় নায়িকা বুবলীর মাঝে একজন জাত অভিনেত্রীকে খুঁজে পায় সেই চেষ্টাই করে যাই।
তমা মির্জা : ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্লামারাস নায়িকা তমা মির্জা। ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্যেও তিনি নিজের অবস্থান ধরে রেখে নিয়মিত থাকার চেষ্টা করছেন। নাটকের অভিনেতা আফরান নিশোর সিনেমায় অভিষেকের সঙ্গে যুক্ত ছিলেন এ নায়িকা। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শক মাত করেছেন।
চলতি বছর একই জুটির ‘দাগি’ও রয়েছে আলোচনায়। তমা মির্জার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। শিগগিরই শুরু করবেন নতুন একটি প্রজেক্ট, এমনটাই জানিয়েছেন তিনি।
বিদ্যা সিনহা মিম : অনেকদিন সিনেমা নিয়ে কোনো আওয়াজে না থাকলেও বর্তমানে বিদ্যা সিনহা মিম ব্যস্ত থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে। কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি।
মাঝে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমা করার কথা শোনা গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই এর শুটিং শুরু করবেন।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
ইয়ামিন হক ববি : এই নায়িকাকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমায়। তবে বর্তমানে তার হাতে রয়েছে নতুন একাধিক সিনেমা। এরইমধ্যে শুটিং করেছেন ‘বউ’ নামে একটি সিনেমার। পরিচালনা করেছেন কে এ নিলয়।
জানা গেছে, এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। তিনটি গানের শুটিং শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে।
এদিকে একই নির্মাতার ‘দিওয়ানা’ নামে নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছে ববি। এছাড়া ‘তছনছ’ নামে আরও একটি সিনেমা রয়েছে এ অভিনেত্রীর হাতে।
পূজা চেরী : অনেক দিন পূজা চেরীরও দেখা নেই বড়পর্দায়। তবে শুটিং করছেন নতুন সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘টগর’ নামে একটি সিনেমা নিয়ে। এটি পরিচালনা করছেন আলোক হাসান।
এতে পূজার নায়ক হচ্ছেন আদর আজাদ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়াও পূজা অভিনীত মুক্তির অপেক্ষায় ‘নাকফুলের কাব্য’ ও ‘মাসুদ রানা’ নামে দুটি সিনেমা।
মেহজাবীন চৌধুরী : নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গত বছর থেকেই সিনেমা নিয়ে ব্যস্ত। এরই মধ্যে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমাগুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছেন নিয়মিত। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর। এটি ছিল অভিনেত্রীর অভিষেক সিনেমা। এছাড়াও তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ রয়েছে মুক্তি তালিকায়।
এদিকে ক্যারিয়ারের তৃতীয় সিনেমার শুরুর অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। শিগগিরই শুরু করবেন নতুন সিনেমার কাজ।
তাসনিয়া ফারিণ : গত বছর ঢাকাই সিনেমায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার অভিনীত ‘ফাতিমা’ নামে একটি সিনেমা মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে।
এর আগেও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। নাটকের পাশাপাশি এখন তিনি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে শেষ করেছেন ‘ইনসাফ’ নামের একটি সিনেমার কাজ।
এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। সব ঠিক থাকলে আগামী ঈদ উল আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সাদিয়া আয়মান : নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনিও এখন মনোযোগ দিয়েছে সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাজলরেখা’ গত বছর মুক্তি পায়। এটি থেকে বেশ প্রশংসা পান এই অভিনেত্রী।
সম্প্রতি জানিয়েছেন, নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আশনা হাবিব ভাবনা : নাটকের পাশাপাশি আশনা হাবিব ভাবনা এখন সিনেমা নিয়েও ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। নতুন সিনেমায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি শেষ করে রেখেছেন একাধিক সিনেমার কাজ।
এর মধ্যে একটি হচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এর শুটিং শেষ, এখন রয়েছে মুক্তির মিছিলে।
এছাড়া নতুন আরও তিনটি সিনেমা হাতে রয়েছে বলে জানিয়েছেন ভাবনা। এগুলো হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি, ‘চারুলতা’, ‘জেনুবিয়া’।
নাজিফা তুষি : ‘হাওয়া’ সিনেমা দিয়ে পরিচিতি পান নাজিফা তুষি। এটি মুক্তির পর আর কোনো সিনেমায় এ অভিনেত্রীকে দেখা যায়নি।
তিনি জানিয়েছেন, এরইমধ্যে নতুন তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। ধারাবাহিকভাবে সেগুলো মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসবেন এই অভিনেত্রী।