
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ এএম
আমি জানি এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে: বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:১০ পিএম

আরও পড়ুন
এক মাসেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সমসাময়িক নানা ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই যেন নিস্তব্ধ হয়ে পড়েন তিনি।
আগে নিয়মিতভাবে নিজের মতামত প্রকাশ করলেও এখন ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। অনেকেই ভাবছিলেন, কী হয়েছে বাঁধনের?
বাংলা নববর্ষ উপলক্ষে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকেই তিনি স্বস্তি ও শান্তি অনুভব করছেন।
পোস্টের শুরুতেই বাঁধন লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!’ এরপর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনার কথা শেয়ার করেন। তিনি লেখেন, ‘শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’
অনলাইন দুনিয়া থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার কারণ জানিয়ে বাঁধন বলেন, আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’
পোস্টের শেষদিকে বাঁধন লেখেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশংসা করেছেন বাঁধনের সাহসিকতা ও স্বচ্ছ চিন্তার, কেউ আবার জানতে চেয়েছেন হঠাৎ এমন আত্মমুখী ভাবনার কারণ।