
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০১ পিএম
সাইফের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম
-67f0fd9703df3-67fe2700925cd.jpg)
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় নিয়েছে। আদালতে দেওয়া মুম্বাই পুলিশের চার্জশিটে দেখা গেছে, অভিনেতার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপের নমুনা অভিযুক্ত শরিফুল ইসলামের নমুনার সঙ্গে মেলেনি।
সাইফের বাড়ির বিভিন্ন জায়গা ও সামগ্রী থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে ২০টি নমুনা পাঠানো হয়েছিল সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে। কিন্তু, তার মধ্যে ১৯টি নমুনাই শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি বলে খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম।
চার্জশিটের তথ্যের বরাতে নিউজ ১৮ জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্টগুলি সংগ্রহ করা হয়েছিল বাথরুমের দরজার পিছন থেকে, শোওয়ার ঘরের স্লাইডিং দরজার এবং কাপবোর্ডের দরজা থেকে নেওয়া নমুনা শরিফুলের হাতের সঙ্গে মেলেনি।
মাত্র একটি ছাপ মিলেছে শরিফুলের হাতের সঙ্গে, সেটি হল ওই বিল্ডিংয়ের ৯ তলা থেকে। পুলিশ সূত্র জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কখনই নিশ্ছিদ্র তথ্যপ্রমাণ নয়। এক হাজারটির মধ্যে একটি মিলতে পারে। কারণ, যেখানে অনেক মানুষের হাতের ছোঁয়া আছে, সেখানে নির্দিষ্ট করে মাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপ শনাক্ত করা কঠিন।
গত সপ্তাহে জমা দেওয়া হাজার পাতার চার্জশিটে অবশ্য মুম্বাই পুলিশ শরিফুলের বিরুদ্ধে আরও বেশ কিছু অকাট্য তথ্যপ্রমাণ দিয়েছে। চার্জশিটে ফিঙ্গারপ্রিন্টের নমুনা পরীক্ষা রিপোর্ট ছাড়াও মুখাবয়ব শনাক্ত রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের দ্বারা আসামিদের চেনার রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট রয়েছে।
২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলি খান। চলতি মাসের শুরুর দিকে নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে আসেন অভিনেতা। গলায় ব্যান্ডেজ ও হাতে কাস্ট নিয়েই মঞ্চে উঠে সাইফ ‘জুয়েল থিফ’-এর প্রচার করেন।