
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পিএম
কলেজজীবনে কেমন ছিলেন শাহরুখ, জানালেন বন্ধু রাজেশ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বলিউড ইন্ডাস্ট্রিতে এমন তারকা খুব কমই এসেছে, যাকে নিয়ে সবার মুখে শুধু প্রশংসার বয়ান শোনা যায়। আর এমন অভিনেতা আছেন শুধু একজনই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর পরেই আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাদশাহ আজও বলিউড তথা উপমহাদেশে সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের মুখে বারবার ফিরে আসে কিং খানের বিনয় আর মানবিকতার গল্প। এবার সেই গল্প শোনালেন কলেজজীবনের বন্ধু অভিনেতা রাজেশ খট্টর।
সম্প্রতি 'ফ্রাইডে টকিজ'-এর এক সাক্ষাৎকারে কলেজজীবনের স্মৃতি রোমন্থন করেন রাজেশ খট্টর। তিনি বলেন, আমরা দিল্লিতে একই কলেজে পড়তাম। তখন থেকেই আমরা দুজনে থিয়েটারের সঙ্গে জড়িত ছিলাম।
রাজেশ বলেন, ও খুবই বাস্তববাদী আর মাটির মানুষ ছিল তখনো, আজও তাই। আমরা দুজনেই থিয়েটার করতাম। তখন অনেক হিন্দু-শিখ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি।
অভিনেতা বলেন, সে একজন দারুণ মানুষ। বাস্তবে ও যা, ঠিক সে রকমই। যত বড় তারকাই হয়ে উঠুক না কেন, ব্যবহার একটুও পাল্টায়নি। আজও কারও সঙ্গে দেখা হলে আগ্রহ নিয়ে কথা বলে, আগেও যেমন করত। এমন স্বচ্ছ আর সংবেদনশীল ব্যবহার আমি খুব পছন্দ করি।
২০০৬ সালে মুক্তি পাওয়া 'ডন' সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পান রাজেশ খট্টর। তবে তাদের আলাপ আরও অনেক আগে, ১৯৯৫ সালের সিনেমা 'জমানা দিওয়ানা'-র শুটিংয়ের সময় থেকেই। কারণ রাজেশের তৎকালীন স্ত্রী নীলিমা আজিম সেই সিনেমার অভিনেত্রী ছিলেন। তবে যত সময় এগিয়েছে, দেখা-সাক্ষাৎ কমেছে। কিন্তু প্রতিবার যখনই দেখা হয়েছে, শাহরুখের ব্যবহার কখনো পাল্টায়নি।
এটা শুধু অভিনেতা রাজেশ খট্টরই বলেননি, শাহরুখের স্কুলজীবনের বন্ধু গায়ক পলাশ সেনও এক সাক্ষাৎকারে জানান, শাহরুখের অভিনয়কেই পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত তাদের কাছে একসময় চমক লাগানোর মতো ছিল। তবে তিনি মনে করেন, শাহরুখ যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করতেন। আমি আমার জীবনে এত বুদ্ধিমান মানুষ খুব কম দেখেছি।