
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১৭ এএম
এবার ঈদে জমেনি গানের বাজার, আলোচনায় নেই কোনো গানই

রিয়েল তন্ময়
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
অ্যালবামের সেই দিন গত হয়েছে অনেক আগেই। এখন গান প্রকাশ হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেও এখন অনেক শিল্পী গান প্রকাশে অনাগ্রহী। নিজেরাই ইউটিউবে চ্যানেল খুলে সেখানে গান ও ভিডিও প্রকাশ করেন। প্রতি বছরের মতো এবারও ইউটিউবসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে শতাধিক নতুন গান প্রকাশ হয়েছে। শিল্পীদের নিজস্ব একক কিংবা দ্বৈত গানের পাশাপাশি সিনেমার গানও ছিল এবারের ঈদে। কিছু নাটকের গান নিয়েও আলোচনা হয়েছে।
তবে ঈদের গানের বাজারের সামগ্রিক চিত্র ছিল ম্লান। মোটেও জমেনি ঈদের
গান। তবে ঈদের আগে ঈদসিনেমার কিছু গান ছিল আলোচনায়। যা সিনেমা দেখার প্রতি দর্শকদের
মধ্যে আগ্রহ তৈরি করেছে। পরবর্তী সময়ে সিনেমা মুক্তির পর সে গানগুলো নিয়েও আর আলোচনা
নেই।
ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের জনপ্রিয় সব শিল্পীর পাশাপাশি নতুন শিল্পীদের
গানও প্রকাশ হয়েছে। শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান
থেকেও প্রকাশ হয়েছে অনেক গান। তবে সেসব গান শ্রোতাদের মুখে মুখে আছে, এমন খবর এখনো
পাওয়া যায়নি। কিছু গান শ্রোতাদের ভালো লাগলেও, সেগুলো সর্বজনীনভাবে সাড়া জাগাতে সক্ষম
হয়নি। দর্শক-শ্রোতা তাদের মন জুড়ানো কোনো গান খুঁজে পাননি। প্রকাশিত গানগুলোর মধ্যে
উপভোগ্য গান খুবই কম ছিল।
এবারের ঈদে নতুন গান প্রকাশের তালিকায় জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীদের
মধ্যে রয়েছেন বাপ্পা মজুমদার, আসিফ আকবর, মনির খান, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা,
নাজমুন মুনিরা ন্যান্সি, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, মিলা, সালমা, কর্ণিয়া, লিজা, বিউটি,
কাজী শুভ, পুতুল, বাঁধন সরকার পূজাসহ অনেকেই।
এছাড়া এবার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার মধ্য দিয়ে প্রথমবার
সংগীতশিল্পী হিসাবে দর্শকদের সামনে হাজির হন দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল
সুমাইয়া হিমি। ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের গানটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি। যতটা
সাড়া ফেলেছিল গত বছর ঈদের ইত্যাদিতে তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন
হব’ শিরোনামের গানটি।
ঈদের গান নিয়ে কেন আলোচনা নেই? এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার যুগান্তরকে
বলেন, ‘গান নিয়ে এত মাতামাতি আসলে কখনোই হয় না। আমরা যারা যে ধরনের গান করি, তা নিয়ে
খুব আলোচনা হওয়ার কথা নয়। গান হচ্ছে শ্রবণের বিষয়। যারা গান বোঝেন তারা চুপ করে মন
দিয়ে গানটি শোনেন। দেখবেন, এমন কিছু গান ভাইরাল বা আলোচনায় আসে, যা নিয়ে কথা বলার মতো
কিছু থাকে না।’
এবারের ঈদেও একাধিক গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
তিনি বলেন, ‘আমরা যারা নিয়মিত গান করছি প্রত্যেকের একটা আলাদা ভক্তশ্রেণি আছে। যখনই
যে গান আসছে ভক্ত-শ্রোতারা ঠিকই তা খুঁজে নিয়ে শুনছেন। সিনেমার মতো এত প্রচার বা আলোচনা
আমাদের হয় না। আমরা আমাদের প্রচারণা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবেই করছি। সেখান থেকেই
শ্রোতারা খোঁজ পেয়ে যাচ্ছেন। এখন তো প্রযুক্তির কল্যাণে আমরা শ্রোতাদের সঙ্গে কানেক্টেড।’
বিগত কয়েক বছর ধরেই ঈদ গান নিয়ে আলোচনা নেই। এ প্রসঙ্গে জনপ্রিয় শিল্পী
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘সাড়া ফেলছে না কথাটা ঠিক নয়। এখনকার সময়ে যারা গান করছেন
প্রত্যেকেই বেশ সাড়া পাচ্ছেন। এখন আর্টিস্টের সংখ্যাও বেড়েছে। অনেক আর্টিস্ট নিয়মিত
গান গাইছেন। ঈদে সবারই কম-বেশি গান এসেছে। শ্রোতারা সেগুলো শুনছেন বলেই কিন্তু এত গান
হচ্ছে এখনো। এখন এ গানগুলো তো আর ভাইরাল হবে না। এগুলো তো ভাইরাল হওয়ার গান নয় বা এগুলো
রাস্তার মোড়ে মোড়ে বাজানোর মতো গানও নয়। তাই অনেকের কাছে এমন মনে হতে পারে গান হাইপ
তুলছে না, বা সাড়া ফেলছে না।’
গত বছর থেকেই গানে নিয়মিত হয়েছেন জনপ্রিয় পপতারকা মিলা ইসলাম। গত কুরবানির
ঈদেও ‘টোনা টুনি’ শিরোনামে গান প্রকাশ করেছেন এ শিল্পী। ঈদের গানের আলোচনা প্রসঙ্গে
তিনি বলেন, ‘ঈদের সময় গান নিয়ে আলোচনা আগের মতো হচ্ছে না এটা ঠিক। পাশাপাশি এটাও ঠিক,
কখনোই সময় এক রকম যায় না। আমাদের সেটা মেনে নিয়েই কাজ করতে হয়।’
ঈদে একাধিক গান করেছেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ব্যক্তিগত
গানের পাশাপাশি নাটক ও সিনেমার গান নিয়েও রয়েছে তার ব্যস্ততা। তিনি বলেন, ‘ঈদে প্রত্যেক
শিল্পীই কম-বেশি গান করেছেন। গান শ্রোতারা শুনছেন, সেটা শুধুই যে ঈদে তা কিন্তু নয়।
উৎসব ছাড়াও আমরা প্রতিনিয়ত গান করছি। গান কোনো উৎসবকে কেন্দ্র করে বছরে দুই-তিনবার
প্রকাশ করার মতো নয়। গান আমাদের জীবনের একটা অংশ, যা প্রতিটি মুহূর্তে আমাদের আন্দোলিত
করে।’
গানের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনও ঈদ উপলক্ষ্যে
বেশ কিছু গান প্রকাশ করেছে। তাদের আয়োজনে পুরোনো শিল্পীদের পাশাপাশি ছিল নতুন শিল্পীদের
গান। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকেও নতুন সব গান প্রকাশ হয়েছে। এ ছাড়া
সিডি চয়েস, সিএমভি, গানচিল, সুরঞ্জলী, অনুপম মিউজিক, লেজার ভিশনসহ আরও অনেক প্রতিষ্ঠান
থেকে ঈদে গান প্রকাশ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যানেল থেকে এত এত গান প্রকাশ
করা হলেও, এখনো সেটা নিয়ে আওয়াজ ওঠেনি।
তবে সংশ্লিষ্টরা বলছেন, শিল্পীদের নিজস্ব শ্রোতা শ্রেণি রয়েছে। তারা
বছরের পুরোটা সময় শিল্পীদের নতুন গানের অপেক্ষায় থাকেন, শিল্পীরাও শ্রোতা ভক্তদের জন্য
সব সময় নতুন গান প্রকাশ করছেন। এটাও ঠিক যে, ঈদ উপলক্ষ্যেও শিল্পীদের বিশেষ কিছু গান
প্রকাশ হয়। শ্রোতারা সে গানগুলোও উপভোগ করছেন। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমার
গান আলোচনার কেন্দ্রে রয়েছে, যা বিগত বছরগুলোতে খুব একটা দেখা যায়নি। দু-একটি গান আলোচনায়
এলেও, এবার একাধিক গান সাড়া ফেলেছে। যা ইন্ডাস্ট্রির জন্য আশা জাগানিয়া একটি বিষয়।