
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম
মাত্র ১২ ঘণ্টায় যেভাবে বদলে যায় ইমরান হাশমির জীবন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম

আরও পড়ুন
ঘটনা ২০১৪ সালের। ক্যানসার থাবা বসিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ানের শরীরে। চার বছরের ছোট্ট ছেলের মরণব্যাধি রোগ। অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনি।
নিজের লেখা বইয়ে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা। সন্তান সুস্থ হয়ে ওঠার পর ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে বইটি লেখেন ইমরান হাশমি। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, মাত্র ১২ ঘণ্টায় বদলে যায় তার জীবন।
ছেলের এমন মরণব্যাধি রোগে আক্রান্ত শুনেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। কিন্তু তার স্ত্রী সবসময় লড়াই করার সাহস জুগিয়েছেন তাকে। ছেলের এই কঠিন পরিস্থিতি নিয়ে বই লিখেছেন ঠিকই, যাতে ভবিষ্যতে তার ছেলে জানতে পারে, সেই সময় তার লড়াইয়ের দিনগুলোর কথা। যদিও নিজে কখনও সেই বইয়ের একটা পাতাও আর উল্টে দেখতে চান না তিনি।
কারণ অতীতের যে ক্ষতে প্রলেপ পড়েছে, সেটাই যেন তাজা হয়ে উঠবে। যদিও স্মৃতি থেকে কখনই তা মুছতে পারবেন না তিনি। ইমরান বলেন, গোটা পরিবার নিয়ে দুপুরের খাবার টেবিলে বসেছিলেন। সেই প্রথম ছেলের মধ্যে অসুস্থতার লক্ষ্মণ দেখতে পান। সেই তখন থেকে শুরু হয় হাসপাতালে ছোটাছুটি। অভিনেতা বলেন, আমার জীবনটা মাত্র ১২ ঘণ্টায় ওলট-পালট হয়ে যায়। ইমরানের জীবনে এই পরিস্থিতি ছিল পাঁচ বছর। এখন তার ছেলে রোগমুক্ত, তবে ওই সময়টা তাকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তি দিয়েছে।