
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৫ এএম
অভিনয়ে ফেরার ইচ্ছা ইমরানের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ঢাকাই সিনেমার আশি ও নব্বই দশকের জনপ্রিয় এবং ব্যস্ত নায়ক ছিলেন ইমরান। দিলীপ বিশ্বাসের ‘অস্বীকার’ দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। ‘অকৃতজ্ঞ’ নামে একটি সিনেমা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেন।
এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দেমাগ’, ‘পিতা মাতা সন্তান’, ‘স্বপ্ন’ ‘চম্পাবতী’, ‘জারকা’, ‘বদসুরত’ ইত্যাদি। প্রায় ষাটটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে হুট করেই একেবারে পর্দার আড়াল হয়ে যান এ অভিনেতা। এরপর নেই কোনো খবরে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুইডেনে থাকেন তিনি। সেখানেই স্ত্রী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন। তবে থাকেন প্রচারের আড়ালে। কিছুদিন আগে ঈদ উপলক্ষ্যে দেশে এসেছিলেন। তখনই মুখোমুখি হন সংবাদমাধ্যমের।
জানিয়েছেন, অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো আগের মতোই রয়ে গেছে। পরিস্থিতির কারণে তিনি মাধ্যমটি ছেড়ে দিয়েছেন। তবে সময় ও সুযোগ পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা আছে তার।
তিনি বলেন, ‘অভিনয়ে ফিরব কি না এখনো ঠিক বলতে পারছি না। তবে যেহেতু আমি ইমরান হয়েছি সিনেমা জগতের কারণে, অভিনয়ের কারণে। তাই মাঝে মাঝে ইচ্ছা করে অভিনয়ে ফেরার। যদি ভালো সুযোগ পাই, ভালো গল্পে কাজ করার সুযোগ মিলে, যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে বসে উপভোগ করা যায় এমন সিনেমায়ই অভিনয় করার ইচ্ছা আছে আমার।’