
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
ঢাকায় হয়নি পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদের কনসার্ট, আয়োজক উধাও

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুস্তফা জাহিদ ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন। তবে কনসার্ট শুরুর এক ঘণ্টা আগেই আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ হঠাৎ করে এক ফেসবুক পোস্টের মাধ্যমে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়। অবাক করা বিষয় হলো—শিল্পীসহ সংশ্লিষ্ট কেউ-ই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড ‘লেভেল ফাইভ’ ও ‘এনকোর’-এর। তবে কনসার্ট স্থগিত হওয়া সম্পর্কে কিছুই জানেন না তারাও। অভিযোগ উঠেছে, আয়োজকেরা ভেন্যু নিশ্চিত না করেই শুরু করেছিলেন টিকিট বিক্রি।
ঢাকার একাধিক শিল্পী জানিয়েছেন, এমন পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, বরং খুবই লজ্জারও।
শিল্পী এ কে রাহুল বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
ব্যান্ড ‘লেভেল ফাইভ’-এর ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ‘আগে কনসার্ট স্থগিতের সময় আমাদের আগেভাগে জানানো হয়েছিল, এবার আয়োজকেরা আমাদের কিছুই জানায়নি। গত কিছুদিন ধরেই তারা যোগাযোগ কমিয়ে দিয়েছিল, এমনকি প্রাপ্য পারিশ্রমিকও দেয়নি। তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম।”
আজ কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। কিন্তু সেই কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ নামক কোনো প্রতিষ্ঠানের আজকের দিনের জন্য কোনো বুকিংই ছিল না। তারা যোগাযোগ করলেও কোনো অর্থ পরিশোধ করেনি।
আজ দুপুর থেকেই অনেক দর্শক ভেন্যুর গেটে জড়ো হতে থাকেন। কিন্তু গিয়ে দেখেন, গেট বন্ধ, নেই কোনো আয়োজনের চিহ্ন, পোস্টার বা সাউন্ড-সিস্টেমও দেখা যায়নি। আয়োজকদের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া যায়।
এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করেছিল একই প্রতিষ্ঠান, যার টিকিটের টাকা এখনো ফেরত পায়নি অনেক দর্শক। সেই কনসার্টটি হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে, তবে নিরাপত্তাজনিত সমস্যার অজুহাতে তা স্থগিত করা হয়। আজকেও একই কারণ দেখিয়ে হঠাৎ করে কনসার্ট বাতিল করা হলো।
প্রসঙ্গত, মুস্তাফা জাহিদ ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীতজগতে পা রাখেন। ২০০৭ সালে বলিউডের আওয়ারাপান সিনেমার ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান দুটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর রানওয়ে, ব্লাড মানি, মার্ডার থ্রি, আশিকি টু, হিরোপান্তিসহ একাধিক বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি।