
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
নতুন সিনেমায় সাদিয়া আয়মান

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
বর্তমান প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। তবে সিনেমা দিয়েই তিনি অভিনয়ে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরমধ্যে আর কোনো সিনেমায় নাম লেখাননি এই অভিনেত্রী। নাটকেই থিতু হয়েছেন।
তবে এবার জানালেন ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমার কথা। সবকিছু ঠিক থাকলে ১২ এপ্রিল থেকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এটি আসছে ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। তবে সিনেমার নাম ও কে নির্মাণ করছেন এ বিষয়ে কোনো তথ্য এখনই দিতে চাচ্ছেন না এই অভিনেত্রী।
সাদিয়া আয়মান বলেন, ‘সিনেমার জন্য নিজেকে এখন প্রস্তুত করছি। এ প্রসঙ্গে এখন কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, বড়পর্দার জন্য কাজ করছি। সম্পূর্ণ কমার্শিয়াল ধাঁচের, এন্টারটেইনিং সিনেমা। এটি পরিবার নিয়ে দেখার মতো গল্প নিয়ে নির্মিত হচ্ছে। সব ঠিক থাকলে কুরবানি ঈদেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
এদিকে কোরবানির ঈদে মুক্তির জন্য নির্মিতব্য শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা হিসাবেও সাদিয়া আয়মানের নাম আলোচনায় এসেছিলি। তবে এ সিনেমায় তিনি অভিনয় করছেন না, সেটা নিশ্চিত করেছেন অভিনেত্রী।