
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
ঢাকায় গাইবেন পাকিস্তানের মুস্তফা জাহিদ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

আরও পড়ুন
ঢাকায় আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। আগামীকাল এপ্রিল ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এটি রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে মুস্তফা জাহিদ ঢাকায় পৌঁছেছেন। এ কনসার্টে আরও অংশ নেবেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।
প্রসঙ্গত, বলিউডের ‘আওরাপান’, ‘আশিকি ২’, ‘রানওয়ে’, ‘রাগিনী এমএমএস-২’, ‘হিরোপন্তি’, ‘এক ভিলেন’সহ ডজনখানেক সিনেমায় গান করেছেন পাকিস্তানের এ সংগীতশিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘ভুলা দেনা’ প্রভৃতি।