
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম
যে কারণে আমিষ খাননি তামান্না

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

আরও পড়ুন
সম্প্রতি বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেম ভেঙেছে। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়েছে তার। এবার প্রেমে ভেঙে পড়া অভিনেত্রী নিজের কাজে মন দিয়েছেন।
আগামী ১৭ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘ওডেলা ২’। তেলেগু ভাষায় তৈরি হয়েছে সিনেমাটি। এটি প্যান-ইন্ডিয়া সিনেমা। পরিচালনার দায়িত্বে অশোক তেজা। মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি সিঙ্গল স্ক্রিন কমপ্লেক্সে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চ। সেখানে তামান্না পরে আসেন একটি লাল সালোয়ার কামিজ। সবার নজর কেড়ে নেন মিষ্টি হাসিতে।
সিনেমার শুটিংয়ে এতখানি একাত্ম্য হয়েছিলেন তামান্না যে, পায়ে চটি পরতেন না, আমিষ খাবারও খেতেন না। অভিনেত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ‘ওডেলা ২’ সিনেমার লেখক সম্পথ নন্দী।
সম্প্রতি তামান্নার প্রেমজীবন চর্চায় এসেছে। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেম ভেঙেছে তার। সম্পর্কের খবর সামনে আসে যখন, অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার তাদের প্রেম ভাঙার খবরে নিরাশ হয়েছেন অনুরাগীরাও।
সম্পর্কের পরিণতি চেয়েছিলেন তামান্না। তিনি নাকি বিয়ে করতে চেয়েছিলেন বিজয়কে। আর বিজয় রাজি ছিলেন না সেই প্রস্তাবে। সম্পর্ককে ‘একতরফা ভালোবাসা’র নাম দিয়ে বিজয়ের জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তামান্না।