
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
মেয়ে কি অভিনয়ে আসছে, যা বললেন কাজল

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম

আরও পড়ুন
বলিউড তারকা সন্তানরা একে একে বিনোদন জগতে পা রাখছেন। সাইফকন্যা সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা হালফিলের রাশা থাডানি— সবারই বলিউডে অভিষেক হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই জল্পনা— কাজলকন্যা নিসার বলিউড অভিষেক নিয়ে। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজলকন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কী সেই সিদ্ধান্ত নিলেন অজয়কন্যা নিসা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।
তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা।
অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে— নাক বদলান, কেউ বলবে— হাত বদলান, আবার কেউ বলবে— গায়ের রঙ বদলান। তিনি বলেন, হাজার লোকের হাজার কথা শুনবেন।
সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি অজয়পত্নী। তবে বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটি যেন না হয়।
এ প্রসঙ্গে নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে কাজল বলেন, ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তারপরও কোনো পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।