
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫০ এএম
সিনেমা দেখে কেঁদে ফেললেন সালমান ‘প্রেমিকা’ ইউলিয়া, এবার কি বিয়েটা হচ্ছে?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান অভিনীত ‘সিকান্দার’। সালমানের এই সিনেমাতে গান গেয়েছেন তার চর্চিত প্রেমিকা অভিনেত্রী ইউলিয়া ভান্তুর। যদিও সিনেমা বক্স অফিসে লাভের মুখ দেখেনি। মুক্তির দুদিনের মাথায় অভিনেতার এ সিনেমার একাধিক শো বাতিল হয়েছে। কারণ প্রেক্ষাগৃহ প্রায় শূন্য।
ইউলিয়া ভানতুর সালমানের সিনেমা 'সিকান্দার' দেখতে গিয়েছিলেন। সিনেমা দেখে কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। ইউলিয়া বলেন, এই সিনেমা দেখে কেঁদেছি, হেসেছি, আর আনন্দও পেয়েছি। যদিও কান্নাটাই বেশি। একই ভাবে ইউলিয়াকে মানসিক জোর দেন সালমান খান।
রোমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে তুমুল জনপ্রিয়। এ দেশে গুরু রণধাওয়ার সঙ্গে তার মিউজিক ভিডিও ‘ম্যাঁয় চলা’ও তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয়। সেই ভিডিওতে কাজ করেছেন ভাইজানও। এই ভিডিও ঘিরেই সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে।
নানা সময়ে তাদের দেখা গেছে একসঙ্গে, এতে গুঞ্জন হয়েছে আরও জোরালো। যদিও বারবারই সে কথা অস্বীকার করে এসেছেন দুজনেই। ইউলিয়া বিভিন্ন সময় বারবার জানান, সালমানের ছায়া থেকে এবার বেরিয়ে আসতে চান তিনি। যদিও ধীরে ধীরে উল্টোটাই হচ্ছে। তারা যেন একে অপরের ভরসার জায়গা হয়ে উঠছেন। সালমানের এ সিনেমাতে ‘লগ জা গলে’ গানটি গেয়েছেন ইউলিয়া। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সালমানকে। কারণ সালমান সেই সময় ভরসা রেখেছিলেন তার ওপর, যখন অন্য কেউ তাকে ভরসা করেননি।
ইউলিয়া বলেন, সবার জীবনে এমন একজন থাকা দরকার, যে তোমাকে বিশ্বাস করবে। সে এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার ওপর বিশ্বাস করেছে। যখন আমি নিজেকে সন্দেহ করতাম, তখন সে আমাকে উৎসাহিত করেছিল।
খুব শিগগির ৬০-এ পা দেবেন সালমান। প্রায় ২০১৬ সাল থেকে সালমানের জীবনে রয়েছেন ইউলিয়া। তবে কি এবার আরও একধাপ এগিয়ে যাবেন তারা? যদিও এ প্রসঙ্গে নীরব এ প্রেমিক জুটি।