
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ফাতিমা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:৪২ এএম

আরও পড়ুন
ঘটনা ২০২১ সালের। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা।
আমির খান ব্যক্তিগত জীবনের জন্য সবসময় শিরোনামে থাকেন। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় প্রচারের আলো তার পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু একটা সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। সেখান থেকেই অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বলে অভিনেত্রী নিজেও সেই প্রতিক্রিয়া দেন।
সেই সময় এ ধরনের গুঞ্জনের জন্য দুশ্চিন্তা করতেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। মনের ওপর গভীর প্রভাব পড়ত তার। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন— হঠাৎ দেখলাম, এক দল মানুষ যারা আমাকে চেনেন না, তারা আমাকে নিয়ে লেখালিখি করছেন। তারা জানেনই না, যা লিখছেন তা ঠিক না কি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম।
আমিরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের জল্পনা মোটেই ভালোভাবে গ্রহণ করেননি অভিনেত্রী। ফাতিমা আরেক সাক্ষাৎকারে বলেছিলেন— আমার সত্যিই বিরক্তি লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গেছি। তবে কোনো কোনো দিন আমার খুবই খারাপ লাগে। যদিও অন্য আরেকটি সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্টের প্রশংসা করেছিলেন ফাতিমা। অভিনেতার সঙ্গে কাজ করা খুব সহজ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।