
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম
‘মা আমাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম

আরও পড়ুন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় জীবনে বাবা-মার সান্নিধ্য তেমন একটা পাননি। অল্প বয়সে হারিয়েছেন বাবাকে, আর জীবনের বড় একটা সময় মাকে ছাড়াই কাটাতে হয়েছে তার। তাই এখন মা চিত্রা চট্টোপাধ্যায়ের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করেন অভিনেত্রী।
মঙ্গলবার ছিল তার মায়ের জন্মদিন। সেই বিশেষ দিনে আবেগে ভাসলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে মা-মেয়ের একসঙ্গে তোলা একাধিক ছবি ভাগ করে নিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। বিবৃতির কথায়, তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো—ঝগড়া, ভালোবাসা আর হাসি-মজায় ভরপুর।
মায়ের জন্মদিনে পেশাগত ব্যস্ততা থাকলেও উদ্যাপন কোনো ঘাটতি রাখেননি বিবৃতি। তিনি জানান, ‘রাতে কেক কাটায় মায়ের আপত্তি ছিল, তাই সকালে মাসি ও মেসোমশাইয়ের সঙ্গে কেক কেটে প্রাতরাশ সেরে নিয়েছি।’
শৈশবে মায়ের সান্নিধ্য তেমন পাননি অভিনেত্রী, তবে রাজস্থানের একটি স্কুলে পড়াকালীন পাঁচ বছর মায়ের সঙ্গে থাকা সম্ভব হয়েছিল। কারণ তখন সেই স্কুলেই শিক্ষকতা করতেন চিত্রা চট্টোপাধ্যায়। অল্প বয়সে মাকে কম পেয়েও কোনো অভিযোগ নেই বিবৃতির। বরং এখন মায়ের সঙ্গে সময় কাটানোর প্রতিটি মুহূর্তকে মূল্য দেন তিনি।
২০১২ সালে বাবাকে হারানোর পর জীবনের লড়াইয়ে মা-ই হয়ে উঠেছেন তার প্রেরণা। মনোবল, ইচ্ছাশক্তি, স্বাধীনচেতা জীবনযাপনের পথ—সবই শিখেছেন মায়ের কাছ থেকে। বিবৃতির ভাষায়, ‘আমার কেরিয়ারে যতটুকু এগোতে পেরেছি, তার পেছনে মায়ের নিঃশব্দ সমর্থন সবসময় ছিল। মা ও পরিবার সবসময় আমার পাশে থেকেছে।’
প্রেম বা বিয়ে নিয়ে প্রশ্ন করলে বিবৃতি স্পষ্ট বলেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন, সম্পর্কে না জড়াতে। এমনকি তিনি বিয়ে না করার পরামর্শও দিয়েছেন। আমি এখন কাজেই পুরো মন দিতে চাই, কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নই।’
চলতি বছরে বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে অগাস্ট মাসে। এছাড়াও রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’-তেও দেখা যাবে তাঁকে।