
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম
হৃতিককে দেখতে গিয়ে...

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
প্রিয় তারকাকে একটু কাছ থেকে দেখতে কিংবা আলতো ছোঁয়া পেতে ভক্তদের কত না কাণ্ড! কেউ কাছে যেতে চান, ছবি তুলতে চান, স্মৃতিতে একটা ভিডিও থাকলেও মন্দ কি। বলিউডে ভক্তদের পাগলামি এসব ব্যাপারে একটু বাড়াবাড়ি রকমের। না হলে কেউ বিদেশবিভূইয়ে লক্ষ টাকা খরচ করে শুধু হৃতিক রোশনকে দেখতে। তাও যদি সব ঠিকঠাক হতো।
সম্প্রতি আমেরিকার টেক্সাস শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বলিউড সুপারস্টার হৃতিক। কথা ছিল সেখানে দর্শকদের সঙ্গে কথা বলবেন। খানিকটা সময় কাটাবেন। কথা বলবেন, গল্পে জম্পেশ আড্ডা হবে। অভিনেতাকে কাছ থেকে দেখতে রীতিমতো মোটা টাকার টিকিট কাটেন দর্শকেরা।
টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা। পাশাপাশি ২ ঘণ্টার অপেক্ষা। তবু শেষ পর্যন্ত হতাশই হয়েছেন অনুরাগীরা। তা নিয়েই ক্ষোভ ঝেড়েছেন একাধিক ভক্ত। পিণ্ডি চটকিয়েছেন উদ্যোক্ততাদের।
এক ভক্ত আক্ষেপ করে লিখেছেন, অনুরোধ সত্ত্বেও একটি ছবি তুলতে হৃতিক রাজি হননি বলে হতাশ তিনি। এমনকি সে দিন অভিনেতার মেজাজটাও খুব ভাল ছিল না। আরেকজন লেখেন, ‘হৃতিকের সঙ্গে দেখা করার জন্য ১৫০০ ডলার টিকিটের জন্য খরচ করেছি। আমি একটি ছবিও তুলতে পারিনি। তারকার সঙ্গে সাক্ষাতের জন্য লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি। এত টাকা খরচ করার পরেও আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমরা ২ ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছি কি কেবল প্রত্যাখ্যানের জন্য?’
অভিযোগ আরও আছে। হৃতিকের আসার সময় সেখানে এক কাণ্ড করে বসে নিরাপত্তা কর্মীরা। অনুষ্ঠানে আগত খুদে দর্শকদের মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনার পর হৃতিক কিংবা তার সহযোগী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তা নিয়ে আবার পাল্টা ক্ষোভ।