
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২২ পিএম
সিঙ্গাপুরে অপু বিশ্বাস, ভাইরাল হলো যে ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম

আরও পড়ুন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একক মায়ের মতো করে জীবন কাটাচ্ছেন। তবে ছেলের জীবনে শুধু মা-ই নন, বাবার ভালোবাসাও মেলে। অপু বিশ্বাসের সাবেক স্বামী, ঢালিউড মেগাস্টার শাকিব খান মাঝেমধ্যেই ছেলের সঙ্গে সময় কাটাতে যান অপুর বাসায়।
গত ঈদেও ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটে গিয়েছিলেন শাকিব খান। বাবা-ছেলের সেই আনন্দঘন সময়ের খুনসুটিও উঠে এসেছে প্রকাশ্যে।
ঈদের পর সাধারণত তারকাদের ব্যস্ততা কিছুটা কমে যায়। সেই সুযোগে ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেছেন অপু বিশ্বাস। বর্তমানে তারা অবস্থান করছেন সিঙ্গাপুরে।
মঙ্গলবার সকালে অপু বিশ্বাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নেন। ছবিগুলোতে দেখা যায়, মা-ছেলে ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্কে। সিংহমূর্তির পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে মা-ছেলের মুখে দেখা যায় আনন্দের ঝলক।
একটি ছবিতে আব্রামকে দেখা যায়, লাগেজের পাশে দাঁড়িয়ে নায়কের মতো স্টাইলে পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং নজর কাড়ে সকলের।
অপু ও আব্রামকে একসঙ্গে দেখে আবেগে ভেসেছেন ভক্তরা। তাদের প্রতি শুভকামনা জানিয়ে মন্তব্যের বন্যা বয়ে যায়। মা-ছেলের সৌন্দর্য ও বন্ধনের প্রশংসায় ভরিয়ে তোলেন অনুরাগীরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তান জয়কে সঙ্গে নিয়ে এক টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলেকে নিয়েই নিজের সংসার গুছিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস।