
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪২ এএম
ওয়াহাজ ও মাহিরার পক্ষ থেকে সুখবর

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তানের সিনেমা বা নাটক প্রেমীদের জন্য বড় সুখবর। আবারও পর্দায় এক হচ্ছেন ওয়াহাজ আলী ও মাহিরা খান। সুখবর একটি নয়, দুই সুপারস্টার একসঙ্গে পর্দা ভাগাভাগি করবেন দুটি প্রজেক্টে। কাজও শুরু হয়ে গেছে।
এরমাঝে একটি ঈদ স্পেশাল টেলিফিল্ম। ঈদুল আযহার সময় সিনেমাটি দেখাবে হাম টিভি। ইতোমধ্যে সময়ও জানিয়ে দেওয়া হয়েছে, দর্শকরা ৭ জুন দেখতে পাবে টেলিফিল্মটি। তবে প্রজেক্টটি কি নামে, তা জানানো হয়নি।
কাহিনী লিখেছেন পাকিস্তানের খ্যাতিমান স্ক্রিনরাইটার ফরহাদ ইশতিয়াক। পরিচালনা করবেন শেহজাদ কাশ্মিরি। ছবির কাজ পুরোদমে চলছে। মাহিরা ও ওয়াহাজও নিজেদের সোশাল মিডিয়া প্রোফাইলে সেসব শেয়ারও করেছেন।
এখানেই শেষ নয়, এই দুই তারকার আরও একটি প্রজেক্ট আসছে ঈদের পর। গ্রিন এন্টারটেইনমেন্টের ‘মিট্টি দে বাওয়া’ শিরোনামে আসবে একটি নাটক। ঈদুল আযহার পরপরই নাটকের কাজ শুরু হবে।