
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম
‘গাজায় আবাবিল পাখি ভীষণ প্রয়োজন’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বরতায় থমকে গেছে পুরো বিশ্ব। সকল প্রকারের মানবতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী। প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
অভিনয় ও সংগীতশিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। সোমবার ফেসবুকে প্রতিবাদ তুলে ধরেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী।
ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
ওমর সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।