
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৫ এএম
আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও, এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়: সিয়াম

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পিএম
-67f3deebf2f43.jpg)
আরও পড়ুন
গাজার মানুষের জন্য হৃদয় কাঁদছে সারা বিশ্বের মুসলিমসহ সাধারণ মানুষের। এ নিয়ে বিশ্বব্যাপী চলছে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট। বাংলাদেশের সাধারণ মানুষও রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে নেমেছেন। তবু থামছে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা। রেহাই দিচ্ছে না নারী-শিশু থেকে শুরু করে চিকিৎসক, সাংবাদিক ও উদ্ধার কর্মীদেরও। এরই মধ্যে গত ২০ দিনেই কমপক্ষে ৫০০ শিশু হত্যা করেছে ইসরাইল।
ইসরাইলি এ তাণ্ডবলীলায় চুপ থাকেননি বিনোদন জগতের তারকারাও। তারাও সামাজিক মাধ্যমে ইসরাইলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। তাই তো গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করলেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
গতকাল রোববার বিকালে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?
সিয়াম আরও বলেন, ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল, তখনো পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না?
তিনি বলেন, যখন যুদ্ধবিরতি চলছিল তখনো আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো— এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না?
হতাশা প্রকাশ করে সিয়াম বলেন, এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ— আমরা কেউ কি এড়াতে পারব এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।