
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
অভিনেতা জামিলের স্ত্রী কে এই মুনমুন?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

ছবি:সংগৃহীত
আরও পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিড়িঁতে বসলেন। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকার উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি সামনে আসতে অনেকেই নাটকের শুটিং এর দৃশ্য ভাবলেও পরে জামিল নিজেই বিষয়টি স্পষ্ট করেন। বিয়ের পর জামিল তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে স্ত্রী মুনের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এরপর মুনমুন তার প্রোফাইল থেকেও ছবি পোস্ট করেন। লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’
স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোম্যান্টিক গানেও অভিনয় করেছিলেন তারা।
জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।
বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।
মুনমুন আহমেদ মুনের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ছুঁই ছুঁই। এছাড়াও ইনস্টাগ্রামেও রয়েছে তার ব্যাপক অনুসারী। প্রায় তিন লাখ অনুসারীদের কাছে সেখানে নিজের নানা মুহূর্ত শেয়ার করে নেন মুনমুন।