Logo
Logo
×

বিনোদন

রণবীর কাপুর ভেবে পাকিস্তানি অভিনেতার সঙ্গে ছবি তুললেন ভক্তরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

রণবীর কাপুর ভেবে পাকিস্তানি অভিনেতার সঙ্গে ছবি তুললেন ভক্তরা

বলিউড অভিনেতা রণবীর কাপুর ভেবে পাকিস্তানি অভিনেতা আফফান ওয়াহিদের সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। কয়েক বছর আগে লন্ডন এমন ঘটনা ঘটে বলে অভিনেতা নিজেই জানিয়েছেন। 

বেসরকারি একটি টিভি শোতে সঞ্চালক আফফান ওয়াহিদকে তার জীবন সম্পর্কে একটি সত্য বলতে বলেন। উত্তরে অভিনেতা বলেন, আমি একটি গল্প বলতে পারি।

পরে আফফান ওয়াহিদ বলেন, আমি একটি প্রকল্পের কাজে লন্ডনে ছিলাম। সেখানের একটি রাস্তায় প্রচুর লোক ছিল, তাদের মধ্যে কিছু ভারতীয় আমার কাছে এসে বলল আপনি কি বলিউড অভিনেতা রণবীর কাপুর? 

উত্তরে আমিও হ্যাঁ বলেছিলাম। ভক্তরা আমাকে রণবীর কাপুর ভেবে ছবি এবং অটোগ্রাফ নিয়েছিল।

তখনকার এ গল্পটি মনে পড়লে আফফান ওয়াহিদের এখনও হাসি পায়। 

জিও নিউজ উর্দূ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম