
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম
অন্যায় করলে অবশ্যই আমার শাস্তি পাওয়া উচিত: পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। পরীমনির দত্তক নেওয়া কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন ভুক্তভোগী সেই নারী। ওই নারীর অভিযোগ, বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে তাকে ব্যাপক মারধর করেছেন পরীমনি।
এবার ঘটনাটি নিয়ে নায়িকা নিজেই ফেসবুক লাইভে এসে মুখ খুলেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানিয়েছেন তিনি।
গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে ২১ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি।
লাইভের শুরুতে পরীমনি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যা–ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।
অভিনেত্রী আরও বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।
ফেসবুক লাইভের বেশির ভাগ সময় ধরে তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরীমনি।
তিনি বলেন, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?
অভিনেত্রী আরও বলেন, এটা আমার লাইফ। আমার লাইফ কি নাটক হতে পারে? রিলের জীবনযাপন হতে পারে? আমি কি পালিয়ে গেছি? আমি তো অনেকদিন ধরেই চুপ ছিলাম। দেখেন কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ না বেরিয়ে যায়।
তবে পরীমনি এই কথাটি কাদের উদ্দেশ করে বলেছেন তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।
বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।
এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।