
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:০২ এএম
ডোনার ভূমিকায় কে রাজকুমারের বিপরীতে ‘সৌরভ-ঘরনি’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৩ এএম

আরও পড়ুন
চুপিসারে সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের কাজ এগোচ্ছে। চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের পথে। জোরকদমে অভিনেতা নির্বাচন পর্ব চলছে। রাজকুমার রাও ‘দাদা’র ভূমিকায় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে তার ওপর ভরসা করছেন।
ইতোমধ্যে অভিনেতা নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন। সাবেক ক্রিকেট অধিনায়কের একটি ছবির সঙ্গে মিলিয়ে রাজকুমারের হুবহু একটি লুক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও অনেকেরই দাবি— ওই ছবি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো।
পাশাপাশি আরও একটি খবর শোনা যাচ্ছে। কোনোভাবেই ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি জনপ্রিয় অভিনেত্রী হলেও সৌরভ-ঘরনির চেহারার সঙ্গে তার কোনো মিল নেই। ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল। তাই এ ছবির অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া নাকি ঠিক করেছেন, বাংলার প্রথম সারির নায়িকাকেই ‘মহারাজ’-এর ঘরনি হিসাবে বাছাই করবেন।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতায় এসেছিলেন মুকেশ ছাবড়া। নিজের কাজের পাশাপাশি তাকে ‘রক্তবীজ ২’ সিনেমার সেটেও দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ছড়িয়েছে— ডোনা গাঙ্গুলীর চরিত্রের জন্য প্রাথমিকভাবে নাকি মিমি চক্রবর্তীর নাম উঠে এসেছে। মিমি ‘রক্তবীজ ২’-এরও নায়িকা। মুকেশের নজর আকর্ষণ করেছেন সাবেক সংসদ সদস্য। এ ছাড়া আরও একটি নাম শোনা যাচ্ছে। তিনি ইশা সাহা। ইশার চেহারায় বাঙালিয়ানার ছাপ যথেষ্ট। সেই কথা মাথায় রেখেই নাকি তার কথাও ভাবা হচ্ছে।
সূত্রের আরও খবর, মুকেশ কলকাতায় আরও বেশি করে কাজ করতে চান। এখান থেকে নতুন প্রতিভা খুঁজে বের করবেন তিনি। একই সঙ্গে বলিউডের সঙ্গে সংযোগ ঘটাবেন টালিউডের।
ইতোমধ্যে টালিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাকে। মুকেশের এই কাজের বেশিরভাগ জুড়ে থাকবেন পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তী। যৌথভাবে দুজনে একাধিক বড় কাজ করতে চলেছেন, শুক্রবার সামাজিক মাধ্যমে এমনই আভাস দিয়েছেন প্রীতিময়।