
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫০ এএম
মিলার নতুন অভিজ্ঞতা

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৮ এএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। মাঝে স্টেজ শোতে অনিয়মিত ছিলেন, তবে এখন বেশ সরব তিনি। দীর্ঘ বিরতি দিয়ে ফিরেছেন প্লেব্যাকেও। ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান করেন তিনি। এদিকে মিলা জানালেন নতুন এক অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এ শিল্পী সংগীত বিষয়ক একটি কর্মশালায় প্রশিক্ষক হিসাবেও অংশ নিয়েছেন।
তিনি জানান, তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিলা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে শিল্পীদের দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। এরইমধ্যে এটি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে সমাপনী দিন অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।’