
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম
ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৫ এএম

নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ে এখন খুব একটা দেখা যায় না এখন তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায়। সম্প্রতি একটি বিষয় নিয়ে ক্ষোভ ঝাড়েন এ অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগ করে জানান, তার ছবি এডিট করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি লিখেন, পুনাম বাজওয়া নামে কোনো এক নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুবই অপছন্দের একটি কাজ! কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না! বেশ কিছুদিন ধরে একজন নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে , কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে! তারা কারা কিংবা তাদের চাওয়া কি আমার জানা নাই।বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত।’