
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ এএম
ওটিটিতে যা দেখবেন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম

আরও পড়ুন
অ্যাপল টিভি প্লাসে চলছে স্প্যানিশ সিরিজ ‘লাভ ইউ টু ডেথ’। এটি পরিচালনা করেছেন ডানি ডেলা ওরডেন ও ওরিডল পেরেজ আলকারেজ। এতে অভিনয় করেছেন ভেরোনিকা এচেগুই, লেটিসিয়া ডোলেরা।
নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে স্পোর্টস কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কেড হাডসন। সিরিজটি নির্মাণ করেছেন জেমস পনসোল্ড।
জি ফাইভে দেখা যাচ্ছে থ্রিলার সিনেমা ‘বিদুথলাই পার্ট টু’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিদুথলাই পার্ট ওয়ান’ এর সিক্যুয়াল এটি। পরিচালনা করেছেন ভেত্রিমারন। এতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সুরি, মঞ্জু ওয়ারিয়ার, কিশোর, ভবানী শ্রী প্রমুখ।
বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘ক্রসরোড’। নূর ইমরান মিঠু পরিচালিত ফিল্মটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, দীপা খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।
হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয় । এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।
বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘অ-পুরুষ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া অথৈ, জয় রাজ, সমু চৌধুরী প্রমুখ।
আই স্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘চক্র’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।