
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০০ এএম
ঈদের আগেই দুঃসংবাদ পেলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৪:২০ পিএম

বলিউড অভিনেতা সালমান খান এবং ঈদের সম্পর্কটি দীর্ঘকাল ধরে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এ সম্পর্কটা শুধু বক্স অফিসের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার সিনেমাগুলোর প্রতি দর্শকদের আবেগও এক আলাদা মাত্রা পেয়েছে। সালমান খান ঈদে যে সিনেমা মুক্তি যেন এক ধরনের উদযাপন হয়ে উঠে।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে সে সাফল্য খানিকটা ম্লান হয়েছে, তবে এবার পুরোনো জৌলুশ ফিরে পাওয়ার আশায় বড় পর্দায় ফিরেছেন বলিউডের ভাইজান। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সিকান্দার’, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিকান্দার মুক্তির পরই সিনেমাটি পাইরেসির শিকার হয়, যা নির্মাতাদের জন্য বিরাট ধাক্কা। অনলাইনে ছড়িয়ে পড়ার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে প্রযোজকরা প্রায় ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে নিতে সক্ষম হন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি একজন প্রযোজকের জন্য দুঃস্বপ্নের মতো ঘটনা। সিনেমাটি থিয়েটারে মুক্তির আগেই ফাঁস হয়ে গেছে।’
‘সিকান্দার’ সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, এবং তার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। পাইরেসির মূল হোতাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
দক্ষিণী খ্যাতিমান পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও রয়েছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শারমান যোশীর মতো জনপ্রিয় অভিনেতারা।
যদিও পাইরেসির ঘটনা সিনেমার প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে, তবে ভক্তদের ভালোবাসায় ‘সিকান্দার’ কতটা সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।