
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩১ এএম
লুঙ্গি পড়ার কারণ জানালেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

শবনম বুবলী
আরও পড়ুন
গেল সপ্তাহে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যাপশনে লিখেছিলেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ বুবলীকে এমন অবতারে দেখে ভক্তরাও বেশ অবাক হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লুঙ্গি পরে সিনেমার প্রচারণার কারণ জানিয়েছেন বুবলী। বুবলী বলেন, ‘লুঙ্গির ব্যাপারটা ছিল আমাদের পরবর্তী সিনেমা জংলির সঙ্গে কানেকটেড। এটা প্রোমোশনাল একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় যে, সবকিছুই তো একটা ক্লোদিং, সেদিক থেকে লুঙ্গির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন-কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি। এটা আমাদের প্রোমোশনাল।’
এবারের ঈদে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বুবলী। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই জুটি।
সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জংলি সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’